মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে ‘সেরেস্তা’র নামে দলিল গ্রহীতাদের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকার চাঁদা আদায় করা হতো -এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত এমপির নির্দেশে তা বন্ধ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ কুমিল্লা- ০২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হন। এরই পরিপ্রেক্ষিতে নবনির্বাচিত এমপি’র নির্দেশে সাব রেজিস্ট্রি অফিসের সেরেস্তার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজি বন্ধে আজ বুধবার বেলা বারোটায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুলের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা হোমনা সাবরেজিস্ট্রি অফিসে যান। সেখানে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুকের সঙ্গে বৈঠক করে সেরেস্তা’র নামে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, ’আমরা শুনেছি এতোদিন সাবরেজিস্ট্রি অফিস সাধারণ মানুষকে ধোকা দিয়ে 'সেরেস্তার' নামে লাখা লাখ টাকা চাঁদা নিত। আমাদের নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের নির্দেশে আমরা এসআর সাহেবকে কঠোরভাবে বলেছি তা প্রতিহত করার জন্য; যেন আর কোনো মানুষকে এভাবে হয়রানি করা না হয়। আজ থেকে কেউ কাউকে সেই ‘সেরস্তা’র নামে কোনো চাঁদা দিতে হবে না।’
এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, ‘অতীতের কথা বলতে পারবো না। তবে এই অফিসের কেউ যদি সরকারি ফিসের বাইরে ‘সেরেস্তা’ কিংবা অতিরিক্ত কোনো টাকা আদায় করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, যুবলীগ নেতা মনিরুজ্জামান টিপু, মানিক মিয়া ইমনসহ বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।