আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা উপজেলার ননএমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত ১ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে । আজ রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে । এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুম আমিন, সুপার মাওলানা মেহাম্মদ হোসেন,মো. আবদুল হালিমসহ নন এমপিও শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
জানা গেছে, ঘারমোড়া ইউনিয়নের মনিপুর সামসুল হক দাখিল মাদ্রাসা ও আসাদপুর ইউনিয়নের তেভাগিয়া -চরকুরিয়া দাখিলা মাদ্রাসার প্রত্যেক শিক্ষককে ৫ হাজার ও কর্মচারীদের ২ হাজার ৫০০ টাকা করে ২১ জন শিক্ষক ও ২ জন কর্মচারীসহ মোট ২৩ জনের মাঝে এ চেক বিতরণ করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।