আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়রের দোকান খোলা রাখার অপরাধে ৫ ব্যবাসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমার আদালতে এই জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতে উপজেলার ঘারমোড়া বাজার ও দুলালপুর বাজারে অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রকাশ, করোনা ঝুকিঁ এড়াতে ফের গত সোমবার বিকালে উপজেলার সকল শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার ব্যাপারে আদেশ জারি করেন প্রশাসন। শুধুমাত্র কাঁচা বাজার, ওষুধ ,মুদি, শিশু খাদ্য, জরুরি সেবা, কৃষিপণ্য এবং নিত্য প্রযাজনীয় দ্রব্যাদি ছাড়া উপজেলায় সব ধরনের শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।