আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনা সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও কৃতD ফুটবলার মো. রফিকুল ইসলাম (দুলাল চেয়ারম্যান)এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দুলাল স্মৃতি পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে দুলাল স্মৃতি পরিষদের সামনে (পুরাতন বাসস্ট্যাণ্ড) মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে তবারক বিতরণ উদ্বোধন করেন হোমনা-তিতাস আসনের স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ ।
পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, প্যানেল মেয়র শাহনুর আহমেদ সুমন, পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল, দুলাল স্মৃতি পরিষদের সভাপতি ও পৌর যুবলীগ সভাপতি মরহুমের বড় ছেলে মো. জহিরুল ইসলাম প্রিন্স , যুবলীগ নেতা ও মরহুমের মেজো ছেলে তরিকুল ইসলাম পিয়াস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান বকুল,যুবলীগ নেতা সজল সরকার, অরুন সরকারসহ শতাধিক লোক এ সময় উপস্থিত ছিলেন । পরে মরহুম দুলাল চেয়ারম্যানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মো. ইব্রাহীম খলিল ।
প্রকাশ, তিনি (দুলাল চেয়ারম্যান ) ১৯৯৪ সালের ১৮ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।