মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থায় থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৫শ’ কেজি করে চাল উপহার দেওয়া হয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এবছর হোমনায় মোট ৪৭টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে; পাশাপাশি পূজা মণ্ডপের স্ব- স্ব পরিচালনা কমিটির উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবকও রাখা হবে। অধিক ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ এবং সাধারণ বিবেচনায় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হবে। বেশি ঝুঁকিপূর্ণ মণ্ডপে অস্ত্রধারী ৮ জন, কম ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৬জন ও সাধারণ মণ্ডপে ৪জন আনসার সদস্য নিরপত্তায় নিয়োজিত থাকবে এবং পুলিশের ১জন সাব ইন্সপেক্টরের অধীনে ২জন করে কনস্টেবল নিয়ে গঠিত ৫টি টিম সার্বক্ষণিক টহলে থাকবে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার হোমনা থানার উদ্যোগে থানা মিলনায়তনে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিল, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।