আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় দুই কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। সোমবার উপজেলার ছিনাইয়া ব্রিজ সংলগ্ন লাইন থেকে বাবরকান্দি ও নিলখী লালবাগ গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অবৈধ গ্যাসলাইনটি উচ্ছেদ করেন বাখরাবাদ গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) শাহানুর আলম, আজহারুল ইসলাম, ম্যানেজার মো. জিয়াউল হক, মো. বেলায়েত হোসেন, মো.বাবুল ও উপ-ব্যবস্থাপক অম্লান দত্তসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।