মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি।।
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
২৫মে রবিবার সকাল দশটায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা।
এ মেলা আগামী ২৭মে পর্যন্ত চলবে। ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা প্রদানের জন্য মেলায় স্টল স্থাপন করা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছেরের সভাতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. ছিদ্দিকুর রহমান, নাজির মোহাম্মদ আবদুল হাকিম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হেলাল উদ্দিন আশ্রাফী, মো. রফিকুল ইসলাম, মো. হারুন আর রশীদ, মো. কাইয়ুম চৌধুরী ও আবদুল্লাহ আল বাকী, ইউনিয়ন উপ- সহকারী কর্মকর্তা মো. ছালে মুসা ও বদরুল আলমসহ সংশ্লিষ্টরা।
এ ভূমি মেলা উপলক্ষে অনলাইন ভূমিসেবা গ্রহণ ও ভূমি উন্নয়ন কর প্রদান সম্পার্কিত বই ও লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়া আগামী ২৬মে সোমবার ছাত্র-ছাত্রীদের জন্য ভূমি বিষয়ক কুইজ প্রতিযেগিতা উপজেলা প্রশাসন লাইব্রেরিতে অনুষ্ঠিত হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।