মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার বেলা ১২ টায় তিতাস নদীর উপজেলা লঞ্চঘাটে রুই, কাতল, মৃগেলসহ ৪০ কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর আগে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং দুই জন মৎস্য চাষীকে মাছ ও পোনা উৎপাদনের স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র এবং পুরস্কার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহেনুর মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জয়নাল আবেদীণ প্রমুখ।
শেষে রুই জাতীয় মাছ উৎপাদন ও গুণগত মানের পোনা উৎপাদনের স্বীকৃতিস্বরূপ নিখিল চন্দ্র দাস ও রাম চন্দ্র দাসকে প্রশংসাপত্র এবং পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।