আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে মনিটরিং অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় আজ সোমবার সেনাবাহিনীর সহযোগিতায় ভাষানিয়া ইউনিয়নের তিতিয়া রঘুনাথপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ।
জানা গেছে, অনেকেই নিজ ঠিকানা এবং আত্মীয়তার সূত্র ধরে সড়ক ও জলপথে উপজেলার বিভিন্ন গ্রামে আশ্রয় নিচ্ছে।ওইসব লোকদের ফেরা ঠেকাতে এবং আগত লোকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাঠে কাজ করছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। অভিযানে ওই গ্রামে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আগত ব্যক্তিদের বাড়িতে উপস্থিত হয়ে মনিটরিং এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন চিহ্ন স্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা থেকে সংক্রমিত সড়ক ও জলপথে অসংখ্য লোক এসেছে । আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে রঘুনাথপুরের তিতিয়া গ্রামে তাদের বাড়িতে উপস্থিত হয়ে মনিটরিং ও চিহ্ন স্থাপন করে দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।