আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাট করায় ড্রেজার পরিচালক মো. জহিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে পুলিশের সহায়তায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ওই অর্থদন্ড দিয়ে এবং মাটি ভরাট বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রুমন দে জানান, ‘স্থানীয়দের কাছ থেকে পূর্বেই মৌখিক অভিযোগ পেয়েছি। এর ভিত্তিতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইনে ড্রেজার পরিচালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে ড্রেজিং বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।