আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় হোমনা পৌরসভার বাগমারা একাদশ বাবরকান্দি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । যুব সমাজের উদ্যোগে শুক্রবার রাতে বাবরকান্দি চৌরাস্তা মোড়ে এ খেলা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ এবং প্রধান আকর্ষণ ছিলেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি মো.মাতলুব আহমাদ (সিআইপি) ।
মরহুম ডিসি নুরুল আমিনের সুযোগ্য সন্তান বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন মো. তারিকুল আমিনের সভাপতিত্বে তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার, হোমনা পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ওসি আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারমান মো. মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, তিতাস উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুজ্জামান খোকন, যুগ্ম সম্পাদক গাজী মো.ইলিয়াস, ইউপি চেয়ারম্যান মো. খন্দকার জালাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মুকবুল হোসেন মুকুল এবং খেলায় প্রধান রেফারি ছিলেন মো. জাকির হোসেন মাস্টার । জানা গেছে, টুর্ণামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।