মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি : “সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন , কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়। সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত উপজেলা সম্মেলন কক্ষে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর চিত্রাঙ্কন ও ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘ডিজিটাল বাংলাদেশ’ এর ওপর কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুর রসুল, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মোতাহার হোসেন, মৎস্য অফিসার কারিশমা আহমেদ জাকসি, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, মহিলা বিষয়ক অফিসার নাছিমা আক্তারসহ বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।