মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় ডাক্তার ও দুইনারীসহ তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । তারা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও সেন্ট্রাল হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডা. সাইয়্যেদ আল ফয়সাল (৩০), একজন স্টাফ তাছলিমা আক্তার (২২) এবং উপজেলার নিলখী ইউনিয়নের বাবরকান্দি গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । আজ শুক্রবার কুমিল্লায় পাঠানো তিনজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । তাদের রিপোর্ট পজিটিভ আসায় সেলিনা আক্তারের বাবরকান্দি বাড়ি, হোমনা সেন্ট্রাল হাসপাতালের সামনের ওষুধের দোকানসহ পুরো বিল্ডিং , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইয়্যেদ আল ফয়সাল এর ভাড়া বাসা লকডাউন ঘোষণা করেছে উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা । এতে বাসার সংস্পর্শে থাকা সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সালাম সিকদার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুস সালাম সিকদার জানান, করোনা রোগীর সংস্পর্শ থাকা ও করোনার উপসর্গ থাকায় গত ২৭ মে নমুনা সংগ্রহ করে কুমিল্লা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের তিনজনের করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে । সেলিনা আক্তার কিছুদিন পূর্বে মার্কেট করতে হোমনা আসে । সম্ভবত কোন দোকান থেকেও সংক্রমিত হতে পারে । হোমনা সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজিস্ট আশরাফ আলীর সহধর্মিণী ঢাকা থেকে আগত শিল্পী বেগম গত ২৬ তারিখ করোনা আক্রান্ত হয় । শিল্পী বেগম সেন্ট্রাল হাসপাতালে থাকায় ডা. সাইয়্যেদ আল ফয়সাল ও সেন্ট্রাল হাসপাতালের স্টাফ তাছলিমা আক্তার সংক্রমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, করোনা পরীক্ষার রির্পোট পজিটিভ আসায় সেলিনা আক্তারের বাবরকান্দি বাড়ি, তাছলিমা আক্তার সেন্ট্রাল হাসপাতালে থাকে বিধায় হাসপাতালের সামনের ওষুধের দোকানসহ বিল্ডিং ও ডা. সাইয়্যেদ আল ফয়সালের ভাড়া বাসা লকডাউন ঘোষণা করা হয়েছে । তাদের সংস্পর্শে থাকা সকলকে করোনা টেস্টসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।