আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৪৬ টি বৃত্তি পেয়েছে। এর মধ্যে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় ১৮ টি বৃত্তি পেয়ে উপজেলায় প্রথম হয়েছে । সোমবার রাতে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত উপজেলা ৪৬ টি বৃত্তির মধ্যে টেলেন্টপুল ০২ টি ও সাধারণ বৃত্তি ০৭ টিসহ মোট ০৯ টি বৃত্তি পেয়ে উপজেলায় ২য় হয়েছে ।
বৃত্তি প্রাপ্ত বিদ্যালয়গুলো হল-হোমনা সরকারী উচ্চ বিদ্যালয় টেলেন্টপুল ৬ টিসহ মোট ১৮ টি, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুল ২টিসহ মোট ০৯ টি, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুল ২টিসহ মোট ০৫ টি, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় -০৩টি, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০৩ টি, রামকৃষ্ণপুর কেকে আর কে উচ্চ বিদ্যালয়-০২ টি, ঘারমোড়া একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয় টেলেন্টপুলসহ ০২ টি, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয ০১ টি, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০১ টি, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়-০১ টি, আসাদপুর সিরাউদ্দোলা উচ্চ বিদ্যালয় ০১ টি ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।