মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন"এ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালি, আলোচনা সভা এবং ঋণ বিতরণ করা হয়। র্যালিটি সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের মধো দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি উদ্বোধন করে র্যালিতে অংশগ্রহণ করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা -তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরমেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. গাজী ইলিয়াস, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
সভায় উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক ২০ জনের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঋণের চেক বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।