মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রতারক চক্র, মলম পার্টি, চুরি ও ছিনতাইকারী চক্র থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালিয়েছে হোমনা থানা পুলিশ।
আজ রোববার পুলিশ পরিদর্শক ওসি ( তদন্ত) আজিজুুুল বারী ইবনে জলিল হোমনা বাজারের বিভিন্ন ব্যাংক ও মার্কেটে হ্যান্ড মাইক দিয়ে এ প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে এসআই ইকবাল মনিরসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হোমনা থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল প্রচারণাকালে জনগণের উদ্দেশে বলেন, আপনারা অপরিচিত লোকের দেওয়া কিছু খাবেন না ও কোন কিছু ধরবেন না।
ওসি(তদন্ত) জানান, মাহে রমযান ও পবিত্র ঈদুল ফিতরে দূরদূরান্ত থেকে আগত মানুষ যাতে নিরাপদে কেনাকাটা করতে পারে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ প্রচারণা চালানো হয়েছে। জনস্বার্থে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।