মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টায় উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ এবং এসময় তাকে সহযোগিতা করেন স্যাকমো মো. সালাউদ্দিন ও তিনজন ল্যাব টেকনোলজিস্ট ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর আ’লীগের যুুব ও ক্রীড়া সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, হোমনা ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি সামসুল আলম শুভ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মিরাজসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, স্বেচ্ছায় রক্তদান, ব্লাড গ্রুপ, ব্লাড প্রেসার ও তাপমাত্রা নির্ণয়, মাস্ক, হ্যাণ্ড স্যানিটিাইজার ও সাবান বিতরণ করা হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।