মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় লবণ সংকটের গুজবে ৩৫ টাকা কেজি মূল্যর লবণ ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করার অপরাধে ৫ লবণ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদর, কাশিপুর, শ্রীপুর ও দুলালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ লবণ ব্যবসায়ীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বিাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা।
দণ্ডপ্রাপ্ততরা হলো- দুলালপুর বাজারের লবণ ব্যবসায়ী ওয়ারিশ মিয়া, রাজিব সাহা, কালন মিয়া, লোকনাথ চন্দ্র পোদ্দার ও হোমনা সদর বাজারের ইয়াকুব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট তাপ্তি চাকমা বলেন, হঠাৎ লবণ সংকটের গুজবে অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে লবণ বিক্রি করছে এমন অভিযোগে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে দুলালপুর ও হোমনা সদর বাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রির অপরাধে ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।