মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২ টায় হোমনা উপজেলা ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে র্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা ’৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূঁইয়ার সঞ্চলনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, পৌর আয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন ও যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, মুক্তিযোদ্ধা এরশাদ হোসেন, হুমায়ুন কবির, গোলাম রব্বানী ও আবদুল মজিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি পৌর কাউন্সিলর শাহনুর আহমেদ সুমন, আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ।