মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বড় ঘাগুটিয়া মসজিদ থেকে ভবানিপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর বরাদ্দকৃত টিআর-কাবিখা থেকে ঘাগুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন রনির প্রচেষ্টায় এই রাস্তার সংস্কার কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার সকালে ঘাগুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন রনি এই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঘাগুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মিয়া ভূঁইয়া, ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউপি সদস্য কামাল হোসেন, ঘাগুটিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম মুছা ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহজাহান ও মো. জয়নাল ভূঁইয়া, যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. লিটন, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক প্রমুখ।
ইউপি সদস্য কামাল হোসেন বলেন, এই রাস্তার শেষভাগে অবস্থিত ভবানিপুর-উজানচর খেয়াঘাট দিয়ে হোমনা-বাঞ্চারামপুরের কয়েক গ্রামের মানুষ যাতায়াত করে। এই রাস্তা সংস্কারের এলাকাবাসীর দাবি ছিল অনেক দিনের। তাই উক্ত রাস্তা সংস্কারের মধ্য দিয়ে এলাকাবাসীর অনেকদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এবং লোকজনের যাতায়াতে সুবিধা হবে। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় ঘাগুটিয়া মসজিদের ইমাম মো. অলি উল্লাহ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।