মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন করা হয়েছে ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (্এলজিইডি) এর উদ্যোগে আজ রবিবার ইউএনও রুমন দে'র সভাপতিত্বে উপজেলা পরিষদের অভ্যন্তরীণ ভাঙা রাস্তায় পিচ ঢালাই দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম।
পরে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেনসহ সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ২৫ কিলোমিটার রাস্তা সংস্কারের লক্ষ্যমাত্রা রয়েছে। পুরো অক্টোবর মাস জুড়েই গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ সংস্কারের এ কার্যক্রম চলবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।