মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় দুই কেজি গাঁ'জাসহ মা'দক ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।সে পৌরসভার ৯ নং ওয়ার্ডের দ্বাড়িগাঁও গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এর পূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মা'দক বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এএসআই আলমগীর হোসেন ও এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্স নিয়ে হোমনা পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা ব্রিজের অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন দৌঁড়ে পালিয়ে গেলেও মা'দক ব্যবসায়ী মো.রফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে আনুমানিক ২০ হাজার টাকার মূল্যের দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় পালিয়ে যাওয়া দুই আসামি হলো দ্বাড়িগাঁও গ্রামের হাসান আলীর ছেলে মা'দক ও ধ'র্ষণসহ ৮ মামলার আসামি সুমন (৩৭) এবং গোয়ারীভাঙ্গা গ্রামের কালা মিয়ার ছেলে মো. নবী (৩৮)। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এসপি স্যারের সার্বিক দিক নির্দেশনায় হোমনাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই কেজি গাঁ'জাসহ মা'দক মামলার আসামি রফিকুল ইসলামকে আটক করে মা'দক নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অপর আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।