আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় বিভিন্ন শপিংমলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কাপড় ও কসমেটিকস বিক্রির অপরাধে ১৬ জন ক্রেতা-বিক্রেতাকে ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । কয়েক দিন যাবৎ সকালে শাটার বন্ধ করে এলাকার বিভিন্ন শপিংমলে ব্যবসায়ীরা মালামাল বিক্রির করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রামকৃষ্ণপুর, চান্দেরচর, কাশিপুর, শ্রীপুর, ঘারমোরা ও হোমনা পৌর মার্কেটে ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিচারিক হাকিম তাপ্তি চাকমা । এ সময় তিনি ৫ জন ক্রেতা ও ১১ জন বিক্রেতাকে ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় । এই সময় সঙ্গে ছিলেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, সরকারি আদেশ অমান্য করে দোকান খুলে কাপড় ও কসমেটিকস বিক্রি করার অপরাধে ১৬ জন ক্রেতা-বিক্রিতাকে মোট ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয় এবং তা অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।