মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
সারা দেশ যখন করোনা ভাইরাসের আতঙ্কে কম্পমান ঠিক সেই মুহূর্তে কুমিল্লার হোমনায় করোনাভীতি উপেক্ষা করে দিনরাত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা।
তিনি আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেদে সম্প্রদায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এছাড়া হোমনায় লকডাউন নিশ্চিত করতে রাতের বেলা হোমনা সদরসহ বিভিন্ন বাজার ও জনসমাগমস্থল মনিটরিং করেন । এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন। এসময় জনগণের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নিরাপত্তায় আমরা (প্রশাসন ) বাইরে আছি, আমাদের নিরাপত্তায় আপনারা ঘরে থাকুন, অযথা রাস্তা-ঘাট, হাট-বাজার বা দোকান-পাটে আড্ডা বন্ধ করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে বাঁচুন, পরিবার ও দেশকে বাঁচান।
এদিকে আজ রাত- সাড়ে ৮ টায় শ্রীমদ্দি গ্রামে করোনা সাসপেক্টেড (করোনা সন্দেহভাজন) পরিবারের তিন জন রোগীর বাড়ি পরিদর্শন করেন ইউএনও তাপ্তি চাকমা ও হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এম.এম. মাহাবুবুর রহমান। পরিদর্শনকালে ডা. এম.এম. মাহাবুবুর রহমান রোগীর স্বাস্থ্যের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসা প্রদান করেন। পরে ইউএনও তাপ্তি চাকমা ওই পরিবারের সকলকে ঘরে থাকার নির্দেশ দেন ।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বর্তমান সময়ের সবচেয়ে স্পর্শকাতর ও মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, জনগণের স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, হোম কোয়ারেন্টাইনসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিতকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ইতোমধ্যে একজন নারী ইউএনও হিসেবে দেশের বর্তমান পরিস্থিতিতে তার সাহসী কর্মকাণ্ড এলাকার সচেতন মহলের নিকট বেশ প্রশংসিত হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।