আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসে মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ । আজ মঙ্গলবার হোমনা-মেঘনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ এ খাটিয়ার ব্যবস্থা করেন । খাটিয়াটি হোমনা থানায় রয়েছে ।
জানা গেছে, করোনা ভাইরাস এর উপসর্গ বা আক্রান্ত হয়ে যদি কেউ মৃত্যুবরণ করেন ওই মৃত ব্যক্তির জন্য স্থানীয় এলাকাবাসী বা প্রতিবেশী খাটিয়া ব্যবস্থা না করে, তাহলে খাটিয়ার জন্য হোমনা থানায় ফোন বা যোগাযোগ করলেই খাটিয়া পৌঁছে দেওয়া হবে । তবে পুলিশের এ মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছে এলাকার সুশীল সমাজ । মানুষ মানুষের জন্য তারই প্রমাণ করল হোমনার পুলিশ কর্মকর্তারা । জীবন বাজি রেখে দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে হোমনার মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন তারা ।
হোমনা-মেঘনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে হোমনা থানায় বা আমাকে ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ । তবে দোয়া করি , আল্লাহ যেন হোমনার মানুষকে ভালো রাখে যাতে খাটিয়ার দরকার না হয় । ঘরে থাকুন, ভালো থাকুন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।