মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় কোভিড-১৯, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়েসী এক নারীর মৃত্যু হয়েছে। হোম আইসোলেশনে থেকে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আনতে না পেরে অজ্ঞান অবস্থায় আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী সুফিয়া বেগম উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামের হাজী আবু জাহেরের স্ত্রী। এ নিয়ে হোমনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ জানান, দশ/বারো দিন আগে থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন। আজ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই মৃত সুফিয়া বেগমের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছিল। গত চব্বিশ ঘণ্টায় হোমনায় ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছিল ৫৪ জনের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।