

আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনার উপসর্গ নিয়ে সিরাজুল ইসলাম নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর । আজ সোমবার সকালে সিরাজুল ইসলামকে অসুস্থ অবস্থায় বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনি মারা যান। মৃত ওই ব্যক্তি উপজেলার দুলালপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিরাজুল ইসলাম গত পাচঁ দিন ধরে জ্বর, কাশিতে ভুগছিলেন এবং গতকাল রবিবার থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয় । সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে সাতটার দিকে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর পরই তিনি মারা যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, তার করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। কিন্ত মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করতে স্বজনরা রাজি হয়নি। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।