মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ
কুমিল্লার হোমনায় করোনাভাইরাস সম্পর্কে গুজবে কান না দিতে এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা, সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষে লিফলেট বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দ। রবিবার বেলা বারোটায় উপজেলা সদর চৌরাস্তা, পোস্ট অফিস মোড়, শিল্পকলা একাডেমি মোড়, বাজার রোড, হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও রিক্শা, অটো রিক্শাসহ বিভিন্ন যানবাহনের যাত্রীসাধারণের মাঝে এসব প্রচারপত্র বিলি করা হয়। লিফলেট বিতরণে অন্যান্যের মধ্যে অংশ নেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার ও আবদুল লতিফ, স্বেচ্ছাসেব লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ভাষানিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নকু ও জয়পুর ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পদক দেলোয়ার হোসেন ধনু, থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আবদুস ছালাম ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি মো. ফয়সাল সরকারসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।