আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধকল্পে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। হোমনা থানার আয়োজনে ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহযোগিতায় শনিবার দুপুরে থানা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী ।
উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকনের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (হোমনা-মেঘনা সার্কেল) মো.ফজলুল করিম এবং প্রধান আলোচক ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ । কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক গাজী মো. ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন,ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, পৌর আলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান মো. কামরুল ইসলাম ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু,সাধারণ সম্পাদক আক্তার হোসেন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।