মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় ওসি মো. সাইফুল ইসলামের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এক বৃদ্ধার দুই ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার, ঢাকা-হোমনা চলাচলরত বাসে কুমিল্লার মেঘনা থানাধীন পাড়ারবন্দ গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর স্ত্রী ফজিলত নেছা (৬৫) তার ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি যাওয়ার উদ্দেশে হোমনা-ঢাকা সুপার সার্ভিসের বাসে উঠে ভুলবশত টাকার ব্যাগ রেখে সিনাইয়া মোড়ে নেমে যান। টাকা হারিয়ে ওই মহিলা দিশেহারা হয়ে তার আত্মীয়ের মাধ্যমে হোমনা থানার সহায়তা কামনা করেন। পরবর্তীতে ওসি'র নির্দেশে এসআই মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। পুলিশের জিজ্ঞাসাবাদে বাসের হেলপার ও ড্রাইভার প্রথমে টাকা পাওয়ার কথা অস্বীকার করলেও পরবর্তীতে পুলিশের তৎপরতায় ও ভয়ে টাকা পেয়েছেন মর্মে স্বীকার করেন। হোমনা থানা পুলিশ বৃদ্ধ মহিলাটির সম্পূর্ণ টাকা উদ্ধার করতে সমর্থ হয়। আজ মঙ্গলবার উদ্ধার হওয়া টাকা তার আত্মীয়র মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।
এবিষয়ে জানতে চাইলে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বৃদ্ধ মহিলা টাকা হারিয়ে দিশেহারা হয়ে যান। পরবর্তীতে তার এক আত্মীয়ের মাধ্যমে থানা পুলিশের সহায়তা করেন। এসআই মাসুদকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। তিনি তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই মহিলার হারিয়ে যাওয়া ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন। আজ মঙ্গলবার ওই মহিলার আত্মীয়ের মাধ্যমে সমুদয় টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মানুষ যাতে কাঙ্ক্ষিত সেবা পায় সেজন্য হোমনা থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
উল্লেখ্য, তিনি হোমনায় যোগদানের ৩-৪ মাসের মধ্যে হরিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ চিহ্নিত একাধিক মা’দক ব্যবসায়ী ও ডা’কাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।