মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় আসাদপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামের স্বপন (২০) হ'ত্যা মামলার যা'বজ্জীবন সা'জাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমান (৪৫)কে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। সে দড়িকান্দি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।
আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার রেসকোর্স রেড রোফ ইন হোটেল থেকে হোমনার থানার ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।
হোমনার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ২০০২ সালে শ্রমিক স্বপনকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা হাসু মিয়া বাদী হয়ে ৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালে এ মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দেন বিজ্ঞ আদালত । বাকী আসামি সবাই কারাভোগ করেছেন। কিন্তু ২০ বছর যাবৎ হাবিব তার নাম পরিচয় গোপন করে ঢাকায় পলাতক ছিলেন। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা রেসকোর্স রেড রোফ ইন হোটেল থেকে আটক করা হয়। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।