প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৪:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২১, ৯:২৬ অপরাহ্ণ
হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ওসি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের পঞ্চবটি থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- উপজেলার জয়পুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও তার স্ত্রী স্মৃতি সরকার (২৫)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপজেলার পঞ্চবটির আবদুর রহমানের বিল্ডিং এর চারতলা ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী স্বামী- স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ বাসা ভাড়া করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। আটক স্বামী- স্ত্রী দুই জনই বিভিন্ন স্থানে বাউল গান গায় বলেও জানিয়েছে পুলিশ।
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি এবং তারা স্বামী- স্ত্রী দু'জনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube