আজ রোববার সারা দেশে একযোগে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। কুমিল্লার হোমনায় ২০২০ সালের এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৫৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৭২ জন কৃতকার্য হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হোমনায় পাশের হার শতকরা ৮৮.৫১ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। জিপিএ- ৫ প্রাপ্ত বিদ্যালয়গুলো হলো-হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২৬ জন, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ১৪ জন, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় ১২ জন, রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় ১০ জন, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় ০৬ জন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০২ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ০৪ জন, কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ০৪ জন , কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয় ০৩ জন । এ ছাড়া এসএসসি ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। এর মধ্যে নিলখী উচ্চ বিদ্যালয়ে ১২ জন ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ০১ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।