মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনায় ১৮টি বিদ্যালয় এবং ৯টি মাদ্রাসাসহ ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২৩২৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন।
এসএসসি ১৮৭৪, দাখিল ২৭৭ ও ভোকেশনাল শাখায় ১৭৮ জন। এদের মধ্যে প্রথম দিনের বাংলা প্রথম পত্রে মোট ২২৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিলেন ৪৯ জন।
এসএসসিতে উপস্থিত ছিলেন ১৮৪৪ এবং অনুপাস্থিত ৩০ জন, দাখিলে উপস্থিত ছিলেন ২৬৭ জন এবং অনুপস্থিত ছিলেন ১০ জন, ভোকেশনালে উপস্থিত ছিলেন ১৬৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৯ জন পরীক্ষার্থী। কোনো বহিষ্কার নেই। এদের জন্য মোট ৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।