আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। হোমনা উপজেলায় মোট পরীক্ষার্থী ২০২৮ জন । সোমবার বাংলা বিষয়ে প্রথম দিনে মোট পরীক্ষার্থী ১৬৯৩ জন এবং অনুপস্থিত ১৩ জন । এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২৮৮ জনের মধ্যে অনুপস্থিত ০২ জন, দাখিল পরীক্ষার্থী ২৭১ জন, অনুপস্থিত ১১ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ১৩৪ জন অংশগ্রহণ করে। আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এ পরীক্ষা চলবে ।
কেন্দ্র সূত্রে জানা যায়, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে-১ ও হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্র মোট পরীক্ষার্থী ৭৪৬ জন, দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র-২ মোট পরীক্ষার্থী ৩২৮জন, অনুপস্থিত ০২ জন, রামকৃষ্ণপুর কে.কে.আর.কে উচ্চ বিদ্যালয় কেন্দ্র-৩ মোট পরীক্ষার্থী ৪৭৮ জন । অপর দিকে খাদিজা মোমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৩৪২ জন, অনুপস্থিত ১১ জন এবং হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষার্থী ৭৯ জন, নিলখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫ জন অংশগ্রহণ করে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।