মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
'আপনার পুলিশ, আপনার দরজায়' এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার কুমিল্লার হোমনায় জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বিপিএম(বার) এর উদ্যোগে এবং বণিক সমিতি ও কমিউনিটি পুলিশের সহযোগিতায় সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম আজ সোমবার জেলার ১৮ টি থানায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন (হোমনা-মেঘনা) সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম।
এ কার্যক্রমের আওতায় প্রত্যেক ক্রেতা ৪০ টাকা দরে ৫ কেজি চাল, ৯০ টাকা দরে ১ কেজি তেল, ৩৫ টাকা দরে ১ কেজি পিঁয়াজ, ১ টি সাবান, ২০ টাকা দরে ২ কেজি আলু এবং ৭৫ টাকা দরে ১ কেজি মসুর ডাল ক্রয় করতে পারবেন।
সার্কেল এএসপি মো. ফজলুল করিম জানান, সকল শ্রেণি-পেশার মানুষ এ কার্যক্রমের সুবিধা পাবেন। এর মূল উদ্দেশ্য হলো- মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করার লক্ষ্যে মানুষকে ঘরে রাখা। কারো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন হলে ১৩১৩৩৪০৭৮৩ এই নম্বরে ফোন করলে আমরা বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দেবো।
তিনি আরো জানান, আপনারা ঘরে থাকুন, নিরপদে থাকুন, আমরা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিয়োজিত আছি। যতদিন দেশে মহামারী থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সহযোগী হিসেবে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দসহ অন্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।