মো. আক্তার হোসেন , বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার হোমনায় রেহানা মজিদ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কলেজের হল রুমে আলোচনাসভা , দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক পর্ষদের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, হোমনা -মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক ও এসিল্যান্ড মিজানুর রহমান । প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান , প্রভাষক শাহিন মিয়া ,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. আক্তার হোসেন, পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী ও শিক্ষার্থী ফাহিমা ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।