মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে উত্ত্যক্ত করার দায়ে দুলাল (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে তাকে এই সাজা দেন। সে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও অভিযোগ সূত্রে জানা যায়, সে একই গ্রামের প্রবাসীর স্ত্রী তিন সন্তানের এক জননীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
পরে ভুক্তভোগী নারী অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুলালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এই সময় সঙ্গে ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুর রসুল ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করে দোষ স্বীকারোক্তির মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।