মো.ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা:
কুমিল্লার হোমনায় সরকারের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে স্বত:স্ফূর্তভাবে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য করোনার টিকা প্রয়োগের পোজ দেওয়া একটি ছবি দিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে অপপ্রচারের প্রতিবাদে এবং মানুষের মাঝে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. কামরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় ওই ইউনিয়ন পরিষদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় তার ইউনিয়ন পরিষদেও গত ৭ আগস্ট জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন তিনি সরকারের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়াতে ভ্যাকসিন প্রয়োগে দায়িত্বে থাকা ভ্যাকসিনেটর টিকা দেওয়ার পর ওই খালি সিরিঞ্জটি হাতে নিয়ে টিকা দেওয়ার অভিনয়ের পোজ দিয়ে একটি ছবি তুলেন। পরে ওই ছবিটি তার ভাতিজা কাউসার চেয়ারম্যান মো. কামরুল ইসলামের অজান্তে ফেইসবুকে আপলোড দেয়।
তিনি আরও বলেন, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা প্রতিহিংসাবশত এই ছবিটির তাৎপর্য ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অপচেষ্টা চালায় ।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে তিনি এর সঠিক চিত্র তুলে ধরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাষানিয়া ইউনিয় পরিষেদের ৫নং ওয়ার্ডর মেম্বার মো. আবু কালাম, ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম, শান্তি বেগম ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাকিম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষক মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সম্পাদক মো. মোতালিব প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।