মো. আক্তার হোসেন ,বিশেষ প্রতিনিধি >> কুমিল্লার হোমনা উপজেলা সদরের হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় রোডের দক্ষিণ পার্শ্বে অবস্থিত হোমনা ইউনিভার্সেল কম্পিউটার সেন্টার নামক একটি দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ২২ আগস্ট ২০১৯ খ্রি. বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার দিকে দোকানের টিনের চাল ও রড কেটে চোর ঘরের ভিতর প্রবেশ করে চুরি করে বলে দোকানের মালিক ওমর ফারুক ও পুলিশ সূত্রে জানা গেছে। দোকানের মালিক জানায়, এসময় দোকানের ভেতরে থাকা ল্যাপটপ এস টোয়েন্ট্রি ওয়ান ২টি, তশিবা ২টি, লেনোভো ২টি ও ডেল ৫টি, সিম্পোনি মোবাইল ৮টি, তার নিজের ব্যবহৃত ১টি স্যামসাং এনড্রয়েড, কাস্টমারের মেরামত করতে দেয়া ১১-১২টি এনড্রয়েড মোবাইল, ব্লু টুথ মিউজিক বক্স ৫টি, হার্ডিক্স,২ লক্ষ টাকার খুচরা যন্ত্রাংশ এবং নগদ ৮হাজার ৫শত টাকাসহ আনুমানিক প্রায় ৫লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। এব্যাপারে হোমনা থানায় মামলার প্রস্তুতি চলছে। এবিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. ফজলে রাব্বী বলেন, ঘটনা শুনে এসআই শামীমের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়েছি। এখন পর্য়ন্ত কোনো লিখিত অভিযোগ পাই নি, অভিযোগ পেলে মামলা নেবো। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে । এলাকার কিছু চিহ্নিত চোর আছে,এদেরএনে জিজ্ঞাসাবাদ করবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।