মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা ঃ
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়াকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, জন সমাগম এড়িয়ে চলতে, অপ্রয়োজনে বাহিরে বের না হতে এবং বের হলে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে বের হতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা জানান, করোনা ভাইরাসকে পুঁজি কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।