আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ দেড় মাস লকডাউনে থাকার পর সরকারি নির্দেশ মোতাবেক শপিংমল সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । সরকারি নির্দেশ মেনে দোকান খোলা রাখা,স্বাস্থ্য বিধি মেনে চলা ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমার নেতৃত্বে বাজারে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী । প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী রবিবার শপিং মার্কেট আল রশিদ প্লাজা,শিলামনি মার্কেট ও খোরশেদ আলম মার্কেটসহ হোমনা পৌর বাজারে এ যৌথ অভিযান পরিচালিত হয় ।
এ সময় সঙ্গে ছিলেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ. থানার এসআই সেকান্দর আলী, পৌর বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন সুবল ও সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুসহ যৌথ বাহিনীর সদস্যরা ।
জানা গেছে, শপিংমল সরকারি নির্দেশ মেনে দোকান চালু রাখা, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়- বিক্রয় করা, পবিত্র রমযানে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ রাখা, মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় করা, করোনার ভয়াবহতা রোধে জনগণকে সচেতন করা, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালিত হয় ।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা বলেন, সরকারি নির্দেশ মেনে দোকান খোলা রাখা,স্বাস্থ্য বিধি মেনে চলা,সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা,পবিত্র রমযানে নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্য তালিকা অনুযায়ী বিক্রয় করার জন্য বাজার মনিটরিং করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।