মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি ঃ
করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশে যখন শ্রমিক সংকট তখন কুমিল্লার হোমনায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ইউএনও'র নেতৃত্বে শিক্ষক, ছাত্র ও স্কাউটের সদস্যরা।
আজ শুক্রবার হোমনা পৌর এলাকায় কৃষক ফিরোজ মিয়ার দুই বিঘা জমির ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাপ্তি চাকমা।
এ সময় ধান কাটায় অংশ নেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট সেক্রেটারি মো. লুৎফর রহমান, পৌর কাউন্সিলর মো. আবদুল বাতেন ও লিটন, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র ও স্কাউট সদসরা।
ইউএনও তাপ্তি চাকমা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্কাউট সদস্য ও শিক্ষকদের সমন্বয়ে পৌর এলাকায় কৃষকের ধান কেটে দেই। কোন কৃষক বোরো ধান কাটতে না পারলে আমাকে জানালে ধান কাটার ব্যবস্থা করা হবে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।