মো. আয়ুব আলী, হোমনা, প্রতিনিধিঃ
"ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ আসে ভুলিয়ে দিতে সকল বিভেদ দ্বন্দ্ব " এ স্লোগান নিয়ে কুমিল্লার হোমনায় ভিক্ষুক ও পথচারীদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অন্য রকম ঈদ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন উপজেলার বিভিন্ন মসজিদে আগত ফকির, পথচারী, মিসকিনদের ঈদ আহার সেমাই, পোলাও এবং বিরিয়ানি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা।
পবিত্র ঈদুল ফিতর মুসলমান সম্প্রদায়র সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসবের দিন । মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা নিয়ে ভিক্ষুক, পথচারী, অসহায়, দুস্থ জনসাধারণের মাঝে এই ঈদ আহার বিতরণ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী হয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন । আমরা সবাই যখন নিজের পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপনে ব্যস্ত ঠিক ওই সময়ে তিনি অসহায় , পথচারী ও ভিক্ষুকদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ।
উপজেলা নির্বাহী তাপ্তি চাকমা বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য উপজেলার বিভিন্ন মসজিদে আগত ফকির, পথচারী, রিক্সাওয়ালা, মিসকিনদের ঈদ আহার সেমাই, পোলাও এবং বিরিয়ানি বিতরণ করি ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।