মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় সামাজিক-শিক্ষামূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসেসিয়েশন’র উদ্যোগে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদসদস্য সেলিমা আহমাদ মেরী কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির ও বৃত্তি প্রদানের উদ্বোধন করেন এবং আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমন দে এবং আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং অনুষ্ঠানের প্রধান পূষ্ঠপোষক সুরাইয়া ইসলাম।
আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, ভাষানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাসার সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামীলীগ নেতা সাদেক সরকার, রফিকুল ইসলাম নকু, পৌর যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা খাজা আহাম্মদ, আনোয়ার হোসেন প্রমুখ।
শেষে ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসার পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত এবং ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আস্থা স্কলারশিপ- ২০২০ প্রদান করা হয়।