মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
"শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা" শ্লোগানে ও "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে আজ বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হোমনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার মো. আল আমিন। পরে কিশোর-কিশোরী ক্লাব কর্তৃক আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।