আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে নূরুন্নবী (২৮)নামে এক যুবক নিহত হয়েছেন । আহত হয়েছেন আরো ৩ জন । নিহত নুরুন্নবী আড়ালিয়া কান্দি গ্রামের মো.জীবন মিয়ার ছেলে। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ (৬০), তার ভাই আব্দুল করিম (৬৫)ও জাহাঙ্গীর আলম (২২) কে গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আজ বুধবার (১২ অগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়ন এর মিঠাইভাঙ্গা গ্রামের আধিপত্য নিয়ে সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ মেম্বারের সাথে জুনাব আলীর (জুনা) বিরোধ চলে আসছিল । গত কয়েক মাস আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে জুনাব আলীসহ তার অনুসারীরা গ্রামের বাইরে অবস্থান করছিল। আজ বুধবার ভোর ৫টারর দিকে রমজান মেম্বারের ভাই জুনাব আলীর নেতৃত্বে মিঠাইভাঙ্গা গ্রামে গেলে সামাদ মেম্বারের লোকজন তাদের বাধা দেয় । এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এতে নূরুন্নবী নিহত হয় এবং সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ ,তার ভাই আব্দুল করিম , জাহাঙ্গীর আলমসহ আরোও কয়েক জন আহত হয়েছেন। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ।
এ দিকে নিহত নূরুন্নবীর মা সুরাইয়া বেগম (৬৫) জানান, আমার ছেলে বউ নিয়ে ঈদে বাড়িতে বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার ১০টার দিকে সে ঢাকা যাওয়ার পথে সামাদ মেম্বারের ছেলে কাইয়ুম ও গনি আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি ফিরেনি । আজ (বুধবার )সকালে গন্ডগোলের কথা শুনে গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার শরীরে টেটা ও কোপের চিহৃ রয়েছে । পরে রক্তাক্ত অবস্থায় হোমনা সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান আমার ছেলে মারা গেছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ( হোমনা - মেঘনা সার্কেল) মো. ফজলুল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ মেম্বার ও জুনাব আলীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে নূরুন্নবী নামে একজন নিহত হয়েছেন এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ই- মেইলে নিহতরে ছবি আছে ।
বার্তা প্রেরক
মো. আইযুব আলী
হোমনা(কুমিল্রা) প্রতিনিধি
তারিখ-১২আগস্ট,২০২০খ্রি.
মোবাইল-০১৮৪৩০৩৮৮৮৫
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।