আইয়ুব আলী, হেোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ও তার সহধর্মিণীর করোনা পজেটিভ হওয়ায় রোগ মুক্তির কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ হোমনা উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকেলে এমপি মহোদয়ের স্থানীয় রাজনৈতিক কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী । হোমনা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুকের সভাপতিত্বে পৌর মেয়র অ্রাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মহসীন সরকার, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, , যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, উপজেলা আ’লীগ সদস্য মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, থানা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ভূইয়া ও ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ দলীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । পরে রোগমুক্তির কামনায় মোনাজাত করেন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।