মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় অভিভাবক সমাবেশ ও পিইসিই পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এবং মরহুম মনোয়ারা বশিরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মনোয়ারা বশির ফাউন্ডেশনের উদ্দ্যোগে আসাদপুর, কৃষ্ণপুর, চিৎপুর এবং কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসিই পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সমগ্রী বিতরণ অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি ঢাকা বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মোহাম্মদ মাসুদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ মোজাম্মেল হক, কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রব ও সহকারী প্রধান শিক্ষক আমেনা বেগম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ মাহমুদুল হাসান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও ইউপি সদস্য সালে জহর, সাবেক অভিভাবক সদস্য স্বপন দেবনাথ ও আজিজ ভূঁইয়া, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মতিউর রহমান, কলাগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি বেগম, মুক্তিযোদ্ধা মো. সামসুল হক, আ'লীগ নেতা মো. আবদুল জলিল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিইসিই পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।