আইয়ুব আলী, হোমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় ড্রেজার দিয়ে জলাশয় হতে বাণিজ্যিক ও অবৈধভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করায় তিন জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । আজ বুধবার উপজেলার চান্দেরচর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া এ রায় দেন ।
এ সময় ড্রেজারে মালিক মৃত মাঞ্জু মিয়ার ছেলে আবদুর রব মোল্লাকে ৫০ হাজার টাকা, মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে আবু তাহেরকে ২৫ হাজার টাকা ও মৃত নায়েব আলীর ছেলে মোশারফ হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় । পলাতক ড্রেজার মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া বলেন, ড্রেজার দিয়ে জলাশয় হতে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করায় তিন জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।